তোমার পছন্দের রিংটোনের আওয়াজে-
প্রত্যহ ঘুম ভাঙ্গে ভোরে
কথার পাপড়িগুলো একে একে
জরো হতে থাকে-
সাথে সীমাহীন সৌরভ।
মাঝে মধ্যেই বিরক্ত হই আবার
তোমাকে স্মরে নুয়ে পরি
স্থির দেহ প্রশান্ত মন।
সবাই গভীর ঘুমে আচ্ছন্ন মধ্যরাতে-
প্রায়ই তোমার সাথে
আবেগময় মূহুর্তে নিজেকে
ধরে রাখতে ব্যর্থ হই।
মিনিটের পর মিনিট কথা
রাতে আমার কথা শুনতে নাকি তোমার
বেশ ভালো লাগে। হালকা অন্ধকার, মৃদু আলো
কখনো আঁধারে তোমার-আমার প্রেমালাপ।
দিনে পাঁচ থেকে ছয়বার তোমার সাথে -
কথা হয়।
কখনো পঁনের মিনিট, কখনো
ত্রিশ আবার কখনো ঘন্টা ধরে।
দীর্ঘ দশ বছর প্রেম করে এখন-
মাঝে মধ্যেই মনে হয় কোথায় যেন
একটা অজানা দূরত্ব- তোমার দেয়া উপহার-
সেই প্রেমের বইখানি
বহুদিন পড়িনি-
বলেই কি হৃদয়ে জং ধরার উপক্রম?
তুমি দেখতে কেমন
জানা হলো না
সেই দিনের আগে সাক্ষাৎ সম্ভব না-
বলেই প্রতীক্ষায় আছি। জানো,
প্রেম সময় আর দূরত্বকে পরওয়া করে না
সাত আসমানের উপরে থেকেও যেন তুমি-
কত কাছে, কত আপন- আছো
হৃদয়ের গহীনে।
(farukier@gmail.com)
(রচনাকালঃ ১৭-১১-২০১৪
প্রকাশকাল: ৫ অগ্রহায়ন ১৪২১ (১৯-১১-২০১৪) বৃহস্পতিবার
সময়: রাত ০৮:৫২ মিনিট)