কয়েক ডজন জীবন প্রদীপ নিভিয়ে
বীর দর্পে পথ চলে-
তবুও মানুষ!
পুষ্পের মত নিষ্পাপ শিশুকে
শত মানুষের সম্মুখে উপর্যুপরি
ধর্ষণ করে, স্থীর দাঁড়িয়ে থাকতে পারে-
তবুও মানুষ!
রাজনের মতো অবুঝ শিশুকে
পাষবিক নির্যাতন চালিয়ে, বুকের বোতাম-
খুলে রাজপথে হাঁটতে পারে-
তবুও মানুষ!
সহস্র মানুষের ভীর অতিক্রম করে
মেয়েটিকে নিয়ে যায়-
একদল নর পিশাচ, ভদ্রমহোদয়
তখনো ঠায় দাড়িয়ে স্থীর
তবুও মানুষ!
পায়ু পথে বাতাস দিয়ে হত্যা
অতঃপর অট্টহাসিতে শকুনের উল্লাস
তবুও মানুষ!
কোথায় পেল এ দুঃসাহস?
এ কি তবে বিচারহীনতার ফসল
অন্ধকারে রিকসাওয়ালার হিংস্রতা
তবুও মানুষ!
মাঠ নয়, বাড়ি নয়, নয় অফিস
চারদিক থেকে নেমে আসে অন্ধকার
চলন্ত বাসে চলে হায়েনার বর্বরতা
তবুও মানুষ!!
(farukier@gmail.com)
-রচনাকালঃ ২৮-০৮-১৫ (১৩ ভাদ্র ১৪২২)