শীতের সকাল
ঘুম ভাঙ্গা এতো সহজ নয়
রিংটোনটা দায়িত্ব পালনে ব্যস্ত
মাঝে মাঝে নিজের প্রতি প্রচন্ড রাগ হয়
তবুও
তার মতো দায়িত্বশীল নই।
বাইরে সাদা দেয়লের মতো কুয়াশা যেন-
সবকিছুকে আড়াল করে রেখেছে
সূর্য আজ আপন আলো জ্বালাতে
অতটা ব্যস্ত নয়, হয়তো এই ভেবে যে-
কুয়াশারও তো একটা অধিকার আছে।
নতুন দিনকে স্বাগত জানানোর নিমিত্তে
দ্বিতীয়বার বিছানাকে আলিঙ্গন করা
গেলো না-এটাই প্রাকৃতিক
বন্ধুবরকে সাথে করে ১লা দিনে-
প্রথমবারের মতো লাইব্রেরীতে প্রবেশ।
আমি এখানে নতুন, তার প্রমান দিতে
খুব বেশী বেগ পেতে হলো না, ভিতরে প্রবেশ
কেউ কেউ চুপে হাসছে। কারণ
খুবই স্পষ্ট, বন্ধুবরের সাথে পরিচিতা বান্ধবী
যে আমার অপরিচিতা তার প্রবেশ।
ক্ষনকাল, সাথে নিয়ে আসা জি,আর,ই বইটা
পড়ার মধ্যভাগে একটা ভাব অসময়ে উদয়।
একটা কবিতা লিখব, না এটা আমার সাথে
যায় না!
জীবনানন্দ দাস বলেছিলেন-
‘সবাই কবি নয়, কেউ কেউ কবি’ আমিতো-
কেউ কেউয়ের মধ্যে কোনভাবেই পরি না
তবুও..............
অল্প কিছুকাল পর দেখা গেলো আমার-
কলম খুব জোরে কালি উৎপাদন করছে
হয়তো এই ভেবে মুখের গুলিটা ছুরেছে যে
নতুনের ভীরে আমিও আজ পুরান!
একটি বছর যে কলমটি আমার সাথে
সংসার করলো এই মাত্র তাকে ময়লার-
স্তুপে ফেলে আসলাম-খুব করে নিজের
জীবনের আগত পড়ন্ত বিকালের কথা মনে পরলো
যেদিন আমারও গুলি শেষ হবে!! তারই
মহড়া স্বরূপ বছর শেষে আরেকটি
বছরের আগমন!!

(farukier@gmail.com)

(রচনাকালঃ ০১-০১-১৫
প্রকাশকাল: ১৮ পৌষ ১৪২১ (০১-০১-২০১৫) বৃহস্পতিবার  
সময়: সকাল১১:১৫ মিনিট)