পালাবি কই, লুকাবি কই গিয়া
আজ্রাইল আইসা ধরবো যখ্ন,
শ্বাস খানি কষিয়া।
কলমা পড়ো আর দোয়া করো
জান যেনো যায় শান্তিতে
ঈমানডারে মজবুত করো
ডর হবেনা মানুষেতে।
নামায ফরয, রোজা ফরয
আদায় করো সময়েতে,
নিন্দা তুমি আর না করো
তার আমল কিবা আরো বড়ো,
মাবুদ ছাড়া, আর কেবা জানিবে।
পানির ভেতর প্রানের লড়াচড়া
এক হুকুমে জ্ন্ম বান্দা
আর এক কান্ধে চার পায়া
সামনেই তোমার মাটির ঘ র খা না।।