সুখের জ্ন্য ঘর চাওরে মন
খিল পাটি দিয়া
মনরে খোজ মনের ভেতর
মন রাখো বান্ধিয়া।
সাধন করো সাধনারে
পাইতে যদি চাও তাহারে
একফেরে ঘুমাইও তবে
মিনতি করো প্রান জুড়াইয়া।
গাংগের জলে লড়াচড়া
মনের সাথে মন মিলেনা
তেপান্তরি হবে তুমি
হ্তাশা হবে এক বাহানা।
নাটিম সুতো যতই ধারাও
ঘোরে যদি ঘর না মিলাও
দেহ পাবে মাটির বাড়ি
উড়িয়া যাবে চোখের বাতি।
দেহের কাছে দেহ আছে
তুমি রবে ওই আধারে
দু-হাত করে চার-হাত উঠবে
বিদায় সূরা ইয়াছিনে।