আমার স্বাধীনতা সবুজ ঘাষের উপর এক সাগর রক্তের আলপনা,
দূঃখিনী মায়ের অশ্রুশিক্ত নয়নের নির্জলা ভালবাসা।
আমার স্বাধীনতা ষোল কোটি মানুষের উন্নয়নের পরিকল্পনা,
কৃষক শ্রমিক মুজুরের খেয়ে পরে বেচে থাকার আশা।
আমার স্বাধীনতা বিশ্ব মাঝে অবাক করা চিরন্তন ইতিহাস,
মুক্ত মনে বজ্র কন্ঠে সত্য বলার অধিকার।
আমার স্বধীনতা ডিজিটাল বাংলাদেশে সূখ শান্তিতে বসবাস,
অদম্য স্বপ্নে গড়া ছোট্ট মানব খামার।
আমার স্বাধীনতা মায়ের কসম বিভেদ ভূলে গড়বে ঐক্যের চেতনা,
রক্তে গড়া সংসদ ভবন সকল দলের অংশ গ্রহন এটাই আমার কল্পনা।