জীবন নামের রেলগাড়িটা,
এক রাশ ধোয়াই উড়িয়ে গেল ।
প্রচন্ড গতিতে লোহার পাতকে,
শুধুই জীবন চাকায় পিষে গেল ।
রেলগাড়িটা যাত্রী শূন্য,
বগিগুলো পড়ে আছে ফাঁকা ।
জীবনের পথ অনেক খানি,
মাঝে মাঝে রাস্তাগুলো বাঁকা ।
ঝনঝনিয়ে ছুটছে গাড়ি,
বহু দূর দেবে পাড়ি ।
যাবে কোন দূর দেশে,
খুঁজতে তার আপন বাড়ি ।
কত দূরে যেতে হবে,
রেলপথ কতখানি বাকি ।
জীবন পাতায় কী লিখলাম,
কতটুকু সত্য, কতটুকু ফাঁকি ।
রঙিন স্বপ্নে বিভোর হয়ে,
যেতে চায় গাড়ি স্বপ্নপুর ।
অবশেষে, অনেক পথ পাড়ি
দিয়ে, থামবে গাড়ি অচিনপুর ।
রচনাকাল: 06/07/15
রাত সাড়ে তিনটা ।