চম্পাবতী !! তুমি কেন এসেছিলে মোর
হৃদয় পটে, চলে গিয়ে দিয়েছ কষ্ট, আর
একরাশ যন্ত্রণাও বটে ।
যেদিন তোমায় প্রথম দেখি, লাল রঙের
শাড়ীতে, হৃদয়ে উঠেছিল ঝড়, যেমনটি
ঘটে বৈশাখেতে ।
যখন তোমার প্রেমে ডুবো ডুবো নাও,
তুমিই বলেছিলে মাঝি জোরে জোরে
বাও ।
তারপর কোন এক বৈশাখী ঝড়ের রাতে,
হঠাৎ তোমার আগমন ভেজা চুলে আমার
বাড়িতে ।
কোন প্রশ্নের আগে, জড়িয়ে ধরে
বলেছিলে ভালবাসো আমাকে, আমি
কামনার ঝড়ে, আলতো করে বুকে
জড়ালাম তোমাকে ।
আকাশের বিজলি, চমকালো দু'জনার
অশান্ত শরীরে, দু'জনেই হারিয়ে
ছিলাম বৈশাখী ঝড়ে ।
তোমার উষ্ণ ঠোটে গভীর চুম্বন দিয়ে
ছিলাম এঁকে, গভীর ভালবাসার তরী
থামেছিল নদীর বাঁকে ।
যখন পূর্ব আকাশে রক্তিম সূর্য উঠল
হেসে, বলেছিলে তুমি,জীবন সাজাও
অন্যকে ভালবেসে ।
আমি কাঁদো কাঁদো স্বরে বলেছিলাম
তবে, তুমি কেন এলে, আমি ললনা নই,
তুমি হেসে বলেছিলে ।
আমি চম্পবতী, আমায় সবাই চেনে,
আমাকে সবাই ভোগ করে, রাত আর দিনে।
কত যুবকের জীবন শেষ, আমাকে
ভালবেসে, কত কিশোরের ঘুম নেই,
আমার কাছে এসে ।
Writing:- 24/03/15