জ্যোস্না রাতে খোলা আকাশের
নিচে কখনো বসে তুমি,
জ্যোস্নার সৌন্দর্য দেখেছো কী !!
যদি দেখতে চাও, তবে যাও যাও
এক ফোটা অস্রুর খোজে !!
গভীর নিশীতে, ব্যস্ত কোন নদীর
পাশে বসে,নদীর কলকল ধ্বনি
শুনেছ কী !! যদি শুনতে চাও,
তবে যাও যাও,এক ফোটা অস্রুর খোজে !!
কখনো সনধ্যা বেলা,কোলাহলপূর্ণ
পৃথিবীর বিলীন হয়ে যাবার দৃশ্য
দেখেছ কী !! যদি দেখতে চাও !!
তবে যাও যাও, এক ফোটা অস্রুর খোজে ।
শীতের সকালে, কুয়াশাতে মোড়ানো,
শিশির ভেজা ঘাস,যে সৌন্দর্য করে সৃষ্টি,
একবার কি দেখেছ মেলে ঐ দৃষ্টি !!
যদি দেখতে চাও !! তবে যাও, যাও !!
এক ফোটা অস্রুর খোজে !!!
আমার প্রতিটি অস্রু ফোটা লেগে আছে,
সৌন্দর্যমন্ডিত পৃথিবীর প্রতিটি ক্ষণে ।
শত-সহস্র বছর থাকবে, ব্যস্ত পথিক
দেখে ভাববে, এসেছিল কেউ এখানে,
শুধুই এক ফোটা অস্রু ঝরাতে !!!
রচনাকাল:- 08/10/2014
রাত:- 01:30 মিনিট