হে কিশোরী, তোমাকে জানাই
এক রাশ সাদা গোলাপের অভিননদন ।
বহু বছর পর, বহু সময় পার করে,
করেছ তুমি যৌবনে পদার্পণ ।

যৌবনের টানে, ভেসোনা বানে,
করোনা ভুল হাজারো অভিমানে ।
তুমি নারী, পড়নে থাকুক লাল শাড়ী,
কিছুতেই কখনো করো না বাড়াবাড়ী ।

কিশোরীতে তুমি ছিলে,যতটা অপরূপ,
যৌবনের তাড়নাতে করো না বিরূপ ।
নষ্ট সমাজের যত হচ্ছে বির্বতন,
কিশোরী থেকে যৌবনে কিছুটা পরির্বতন ।

লোভাতুর দৃষ্টি নিয়ে,ভোমরের গুণঞ্জনে,
উনমুক্ত করো না,দুর্লভ মধু আহরণে ।
চিত্রপটে তুলো না,লুকায়িত গুপ্ত সম্পদকে,
উজাড় করে দিয়ো না,লালাসিত সমাজকে ।

তুমি এখন স্বাধীন,নয় তো পরাধীন,
বাল্যকালে ছিলে, পিতা-মাতার অধীন ।
কিছু হায়নাদের রাজত্বে,করো না পদার্পণ,
ওরা সুযোগবাদী,সুযোগে করে স্তন-মর্দন ।

কলুসিত সমাজ করেছে,ওরাই সৃষ্টি,
কিশোরী থেকে যৌবনে,সজাগ রাখো দৃষ্টি ।
রেখে গেলাম এই বার্তা কিশোরীদের জন্য,
সময়ের প্রয়োজনে,জীবনকে করো না জঘন্য ।


রচনাকাল:-01.10.14