আমি এই আসরের সামান্য এক কবি ।
আলোচনা সভায় কবিবর কামরুল-ফারুকির ''আসরে পঞ্চাশ হাজার
কবিতা প্রকাশঃআশা ও হতাশা''
নামক শীর্ষক আলোচনা পড়ে আমি ব্যথিত । তার কথাগুলো মনে বেশ দাগ কেটেছে । তাই বলছি, এই আসরে আমরা সবাই কবিতা লিখি, কিন্তু ক'জন আছে, যারা কবিতাতে মন্তব্য করি । কোন কবি যেন লিখেছিলেন,''নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভাল '' আমিও বাসি । আপনারা কবিতা পড়েন, কিন্তু কবিতাতে কোন মন্তব্য করেন না । এতে আমদের মত অনেক উদয়মান কবিরা ঝরে পড়বেন । প্রশংসা মুখর নয় বরং দোষ-ত্রুটি গুলো তুলে ধরুন ।মনে করুন,আপনি একটা কবিতা প্রকাশ করবেন । তার আগে তিনটি কবিতা এবং প্রকাশের পর দুইটি কবিতা পড়ে তাতে মন্তব্য করলেন । এতে আপনি মাসে মোট দেড়শ কবিতা পড়লেন আর মন্তব্য করলেন । ফলে লেখকের কবিতা লেখার উৎসাহ বৃদ্ধি পাবে, আপনিও কিছু গ্রহণ করতে পারলেন । সুতরাং আপনিও উপকৃত হলেন ।
আমার লেখা তিনটি কবিতা:-
19/09/14 - আবার দেখা - 29 বার পঠিত
26/09/14 - সেই মানবী - 24 বার পঠিত
29/09/14 - শুভ জন্মদিন- 16 বার পঠিত
কিন্তু কোন মন্তব্য নেই । এতে আমি একটু ব্যথিত, যে আমারা যদি এভাবে মন্তব্য করা ভুলে যাই, তাহলে আমাদের ত্রুটি কোথায় তা জানতে পারব না । সুতরাং আসরের সকল সাহিত্য মানবকে বলছি,আমরা সবাই কবিতা পড়ে, তাতে মন্তব্য করে নতুন কবিতা সৃষ্টিতে সাহায্য করি ।
এতে করে আমাদের সবারই মঙ্গল হবে ।