বহু বছর পূর্বে,
কোন এক রাজকন্যাকে
বলেছিলাম, ভালবাসি তোমাকে ।
নীরবে চলে গিয়েছিল,
ভেবেছিলাম, সেও বুঝি
ভালবাসে শুধুই আমাকে ।
আজ বহু বছর পরে,
তেমন এক রাজকন্যা আসে,
আমার ঘুমের ঘরে ।
শিয়রে বসে, আলতো স্পর্শে,
শুধায়, সেও ভালবাসে আমারে ।
আমি ঘুমের ঘোরে মাতাল,
তার অবয়ব,এ চোখে বেসামাল ।
কে সেই রাজকন্যা !! যে আসে,
আমার স্বপ্নের আসরে,
আমি তো চিনি না,কীভাবে রাখব !!
আমার এই হৃদ-মাঝারে ।
চারিপাশে হাজারো রাজকন্যাদের
বাস,
কারো মধ্যে পাই না আমি তার
আবাস ।
লুকিয়ে লুকিয়ে খুঁজি তারে,
যে রাজকন্যা ভালবাসে আমারে ।
আমি কী পাব,
সেই রাজকন্যার দেখা !!
যে আসে, স্বপ্নের মাঝে
ঘুম ভাঙ্গতেই সবই ফাঁকা ।