আবার যদি দেখা হয়,
কোন এক শুভক্ষণে,
তোমার হাত থাকবে মেহেদী রাঙ্গা ।
চারপাশে কোলাহল,
তোমার মন আনন্দে ভরা,
তবু কষ্ট পাবে কেউ পাজর ভাঙ্গা ।
আবার যদি দেখা হয়,
কোন এক রাস্তার পাশে,
যেথায় দাঁড়িয়ে আমি একলা ।
দূর হতে তোমার আগমন,
দেখেও না দেখার ভান করে
একা একা তোমার পথ চলা ।
আবার যদি দেখা হয়,
কোন এক শীতের সকালে,
চাদরে মুখ লুকিয়ে আমার পথ চলা ।
আবছা কুয়াশাতে দেখে,
মনে মনে ভাবলে তুমি,
কেন যেন তাকে লাগছে চেনা ।
আবার যদি দেখা হয়,
অনেক অনেক বছর পর,
কোন এক বাসস্টপে তুমি দাঁড়িয়ে
হঠাৎ কে যেন বলে উঠল পিছন দিয়ে,
এই যে ম্যাডাম, ভাল আছেন ??
ঘার ফিরিয়ে ভাববে তুমি,
এই তো সেই পাগল ছেলেটা ।
তবুও আবার যদি হয় দেখা,
আবার যদি হয় দেখা ।
লিখিত:-19.08.14