পত্রিকায় লেখা ছাপাতে হলে
তেল মারতে হয় সম্পাদকের,
তেল না মারলেও
ওই সব গোষ্ঠীর
মনের সাথে মিল হতে হয়।
এসব আমি বুঝি।
কাউকে রিকুয়েস্টও করি না,
লেখা ছাপানোর জন্য।
তবে, আজকে কি মনে করে
চারটা পত্রিকার ইমেইলে
লেখা পাঠিয়ে দিলাম।
দেখি কী হয়!
এক সম্পাদক,
কয়েকদিন আগে বলেছিল
লেখা ছাপাতে হলে
আমাদের গ্রুপের পোস্টে
লাইক কমেন্ট শেয়ার করতে হবে।
এই কথা শোনে,
আমার খুব গালি দিতে ইচ্ছে হয়েছিল।
কিন্তু
আমি রাগ সংবরণ করে
রিপ্লাই দিয়েছিলাম,
আমার এত ঠেকা পড়ে নাই।
এটা কী খুব কড়া কথা হয়ে গেল?
মনে হয়, না।
হালকার উপর একটা রিপ্লাই,
কড়া না।
আচ্ছা, এর জবাব আর
কীভাবে দেয়া যেত?