তোমার সাথে আমার দেখা হওয়ার শেষ দিন তুমি আমার হাত খুব চেপে ধরেছিলে,
হয়তো তুমি জানতা আর যোগাযোগ রাখবা না,
আমি সেদিন অনেক দূরে চলে গিয়েছি,
আমি জানি না, ওই শেষ দেখা হওয়ার পর আর কতদিন তুমি আমাকে মনে রেখেছিলে,
কিন্তু আমি এখনো তোমাকে মনে রেখেছি।