❝বীর বাঙালি❞
লেখক:- রেজা শাহ্ রুমী
!!★---------------------★!!

❝পনি দিয়ে ডুবিয়ে মারবে,
পনি দিয়ে ভয় দেখাবে❞...!!

তাহলে শুনে রাখ,
বাঙালি বাঁচতে জানে;
বাঙালি মরতে জানে;
বাঙালি মারতেও জানে;

এই বাঙালি যুদ্ধ করে বাঁচতে জানে,
এই বাঙালি ভালোবাসা দিয়ে দেশ গড়তে ও জানে,

এই বাঙালি ভিতুর নয়,
এই বাঙালি বীরের জাতি ✊
তোমরা দিবে পানি,
ঐ পানিতে  ওজু করে,
যুদ্ধের জন্য হবো তৈরি ⚔️🏹🇧🇩🇧🇩✊✊
এই বাঙালি ভিতুর নয়,
এই বাঙালি বীরের জাতি ✊✊
এই বাঙালি লড়াই জানে,
এই বাঙালি রুখতে জানে,
এই বাঙালি সবই জানে..!!
এই বাঙালি ভিতুর নয়,
এই বাঙালি বীরের জাতি..!!