শক্ত করে বাঁধি এ ঘর কিসের ভরসায়।
জানি যখন যেতেই হবে অন্য ঠিকানায়।।
সেই ঠিকানায় ঘর বাঁধিতে যত সরাঞ্জম।
প্রাপ্তি হবে এই ঠিকানায় সময় বুঝি কম।।
নামায রোজা সাদকা খায়ের যত বেশি হয়।
ততই সহজ নির্মাণে ঘর জানিবে নিশ্চয়।।
দুখি লোকের হইয়া দুখি দুখের বোঝা বয়।
দুই ঠিকানায় সফল জীবন কথা মিছা নয়।।
অন্ধ এতিম গৃহহারা তাদের মাথায় হাত।
বস্ত্রহীনে বস্ত্র দিবে ক্ষুধায় দিবে ভাত।
সেই ঠিকানায় অনেক হবে তাহার অনেক গুন।
গণ্ডা কড়ায় হিসাব পাবে খাবে না তা ঘুন।।
করবে দয়া জীবে যে জন আল্লাহ রাজি ভাই।
চলার পথে পাথর কাঁটা দূর করিবে তাই।।
আল্লাহ রাজি সবাই রাজি হাজার হবে ঘর।
ফুল বাগিচায় ঝর্না ধারে লাইন থরে থর।।