তুমি যদি চন্দ্রা হবে
আমি দিবাকর।
আপন আলো নয়তো তোমার
আমার সমুন্দর।।
আমায় নিয়ে তোমার চলা
রাতের অহংকার।
তারার দেশের সকল তারা
তোমার গলার হার।।
আমার আছে উষ্ণ তাপি
লোকে তাহার ভয়।
আঁধার পথে ক্ষীণের আলো
তবুও তোমার জয়।।
রাতের বেলায় জাগো তুমি
দিনে তালাশ ঘোর।
সত্যই তুমি পর্দানিশি
নাই কোলাহল শোর।।
তোমার কিরণ দিঘীর জলে
মুক্তা টলোমল।
ফুল পরীদের নাচের মেলায়
নাচে ফুলের দল।।
চাঁদনী রাতে বাজে বাঁশী
জলের সনে দুর।
এপার থেকে ওপার চলে
ঢেউয়ে সুরাসুর।।
গল্প গানে তুমিই শুধু
আমর আসন নাই।
দুখ তাতে কি আমার মাঝে
তোমার পরশ পাই।।
তোমার তরে আমার জীবন
এতেই আমার জয়।
জনম জনম হোক না উজাল
কভু না হয় ক্ষয়।।