প্রভাত বেলার রঙ্গিন আভা
তোমার নাকি রুপ।
নেয়না কোণে কাজল আঁকা
ফুল পরীরা চুপ।।
তোমার সুরে ময়না কোকিল
মধুর গীতি গায়।
তোমার চলা ছন্দ নিয়ে
পবন নেচে ধায়।।
কাজল কালো নেয়না তোমার
মায়ার হরিণ চোখ।
বাঁকা ঠোঁটে চন্দ্র হাসে
তাহাই বলে লোক।
তোমার শাড়ীর আঁচল ছায়া
বৃক্ষ ছায়া তাই।
পথের পথিক বনের পশু
আপনা নিবাস পায়।।
তোমার দীঘল কাজল কেশে
শাউন মেঘের দল।
কালির ঘাটা বারখা বারী
ছলাৎ ছলাৎ জল।।
পথ চলিতে হয়ত কভু
তোমার এমন রুপ।
কইবো না আর কোনই কথা
রহিনু তবে চুপ।।