গাহি তারানা দিবস ও রজনী সুজলা সুফলা ভুঁই।
লাল সবুজের রঙ্গের বাহার শেফালী গোলাপ ও জুঁই।।
দখিণা মলয় বহে ঝুর ঝুর পাতা নড়ে পরশায়।
পিপাসা কাতর ধরণীর ডাক মেঘ আনে বরষায়।।
মেঠো পথে চলা শরতে শিশির বিহানের দিবাকর।
রংধনু রং ফোটা ফোটা জল গাছে গাছে পাতা ভর।।
ডালে ডালে পাখী নানা সুরে ডাকি মুখর বীথিকা বন।
তটনির ধারা বহে অনুকুল ঢেউ চলে ঘনো ঘন।।
কাশবনে ফুল দুগ্ধ ধবল শাড়ীর আঁচলে তাই।
মমতার ছায়া হাত ছানি ডাক ঐ দূরে দেখা পাই।।
রাখার বাঁশীর ঐ শুনি সুর ধেনু চরে সারা মাঠ।
দোদুলে দোলায় দখিণা মলয় ধান কাউন আর পাট।।