হৃদয় মাঝে যাহার নিবাস
কইতে তাহার নাম।
বারণ মানা নাইতো কিছুই
লিখেই বুঝাইলাম।।
শ্যামল গাঁয়ের শ্যামলা মেয়ে
কথায় যাদুর ফাঁদ।
রুপ চেহারা এমন যেমন
পূনম নিশীর চাঁদ।।
নয়ন তাহার কাজল কালো
মায়ার হরিণ বেশ।
শাউন দিনের কালির ঘাটা
মেঘলা বরণ কেশ।।
ঠোঁট দুটি তার পাপড়ি গোলাপ
দিবস বেলার ফুল।
কর্ণে তাহার দোদুল দোলা
কাঁচ পাথরের দুল।।
কপালে টিপ রুপ ঝলোমল
হাসির পবন শোর।
প্রভাত বেলার রঙ্গের আভা
ডাক দিয়ে যায় ভোর।।
চলায় তাহার ছন্দ এমন
নূপুর বাজে পায়।
প্রজাপতির পাখনা মেলে
হাওয়ায় ভেসে যায়।।
শাড়ীর আঁচল রংধনু রঙ
বরখা মেঘের দল।
হৃদয় নদী উপছে চলা
সাগর পাণে জল।।
লোকে বলে কতক কথা
আমার সুরের লয়।
ধন্য মম এমন সিরত
জয় প্রতিমা জয়।।