দুর আকাশের নীল সীমানায় সাঁঝের বেলা তাই।
দোয়েল শ্যামা চড়ই বাবুই ঘরের পানে ধায়।।
বগলা উড়ে পাও মেলিয়ে বাঁশের গহীন বন।
পাতায় পাতায় সুরের মেলা শন শনা শন শন।।
কাকের সারি পার হয়ে যায় গাঁয়ের বাড়ী ঘর।
আম বাগিচার আমের ডালে বসত থরে থর।।
শালিক করে কিচির মিচির গাছের ডালে শোর।
এইনা বুঝি সন্ধ্যা এল আসবে নেমে ঘোর।।
ফুল বাগিচায় ফুলের সারি কতক জীবন শেষ।
কেউবা আবার পরিপাটি রঙ্গের সাজন বেশ।।
কেউবা আবার ঘুমের মাঝে কেউ জেগেছে ঘুম।
সন্ধ্যা পরীর আদর মাখা ভালোবাসার চুম।।
হাজার পাখীর কূজন মেলা হাজার রঙের ডাক।
দোয়েল যেমন শিস দিয়ে যায় পায়রা বাকুম বাক।।
কুটুম পাখীর কুটুম মেলা ময়না টিয়ার বোল।
ক্লান্ত দেহ বন্ধ আঁখি তদ্রা মায়ের কোল।।