আমরা সখী দুটি পাখী রহিয়াছি এক ডালে।
জনম জনম বাঁধা মোরা ভালবাসার জালে।।
আমরা দুজন এমনি সকাল পদ্ম ফোটা জল।
বিহগ কুলের কিচির মিচির অরুপ ধরার তল।।
তপ্ত দুপুর বনের ছায়া পবণ চলে দুর।
এক নয়নের পথের চলা এক আননের সুর।।
সন্ধ্যা প্রদীপ জোনাক জ্বালা গহীন বনের ছায়।
পায়ে পায়ে অনেক চলা তাহার সীমা নাই।।
ফুলে ফুলে গাথন মালা মান অভিমান সুর।
মিছায় গেছে সন্ধ্যা সকাল মিছায় অনেক দুর।।
হাতে হাতে কান্না করি হাজার বারের পণ।
সখী মোরা রইব এমন ভাঙবে না আর মন।।
আমায় ছেড়ে যাবে তুমি সত্যই অনেক দুর।
তোমার কথা স্বপ্ন মাঝে বাজবে কানে সুর।।
ডানায় ডানায় ছুঁয়ে ছুঁয়ে রাত্রি হবে ভোর।
তুই গো সখী আমার হবি আমি হব তোর।।