আজ সকালে দ্বার খুলিতে শুনি পবন সুর।
বিহগ কুলের কিচির মিচির সবুজ বনে দুর।।
কুশুম কলির ভেঙ্গেছে ঘুম পাপড়ি মেলে তাই।
এধার ওধার কিসের নেশা কোনবা পানে চায়।
ঝিলের বুকে কুলকুলে ঢেউ পদ্ম মাতাল ফুল।
সারি বেঁধে কৃষক চলে লোক সমাগম কুল।।
ভেলায় ভেসে অনেক দুরে ধবল মেঘের দল।
হৃদয় ভরা ভালোবাসা মমতারি জল।।
শিশির ভেজা সবুজ পাতা রোদে চমকদার।
সপ্ত রঙ্গের বাহর দেখি রঙ ধনুকের হার।।
এমনি সকাল সবার তরে দিও উপহার।
আল্লাহ তোমার দরবারে এই মিনতি আবদার।।