সবুজ পাতার সবুজ বনে সবুজ পরীর দল।
গানে গানে মত্ত তারা খুশীর নামে ঢল।।
রাজ কুমারী রূপবতী রুপের অহংকার।
পাতা রঙ্গের শাড়িখানি নিলি আঁচল তার।।
নীলি যেমন হাতের বাঁধন বিন্দিয়া নীল তাই।
গলার বাঁধন সমান যেমন তাহার জুড়ি নাই।।
ঝুমকা কানে দোদুল দোলে ঠোঁট গোলাপি তার।
কাজল কালো নয়ন কোণে খুশীর ঝলংকার।।
কেমনে জানি পিছলে পড়ে অমনি ধরার তল।
সবুজ পাতার সবুজ বনে সবুজ রঙ্গের ঢল।।
হাজার শুকুর দরবারে তার এমন নসীব মোর।
মধ্যরাতে সোনার সকাল কেমনে হল ভোর।।