সবুজ বনের পাশ দিয়ে যে
পথটি গেছে দূরে,
এইনা পথে মামার বাড়ি
মুখর গানের সুরে।
দোয়েল কোয়েল ময়না টিয়া
আছে কত পাখি,
সকাল সাঁঝে গাছের ডালে
করে ডাকাডাকি।
মামার বাড়ির চারিপাশে
সবুজ ঘেরা গাছে।
তাদের মাঝে পদ্ম পুকুর
সাঁতার কাটে মাছে।
মামা বাড়ির উঠান কোনে
গাছে অনেক আতা,
আদর দিয়ে জড়িয়ে আছে
সবুজ কত পাতা।
কোনটা আবার এই পেকেছে
পাখির আনাগোনা।
মনটা আমার দোল দিয়েছে
সয়না সবুর মানা।