কি উপহার দেই গো তোমায়, তোমার জনমদিন।
রাগ করোনা কাব্য কথায় জানি মূল্যহীন।।
পয়সা কড়ি দিয়ে কভু যায় না অনেক কেনা।
মনে রেখো তোমার কাছে রলাম অনেক দেনা।
নীল আকাশের নীলের স্বপন তোমার হৃদয় মাঝ।
আঁকবে ছবি রঙ তুলিতে সকাল দুপুর সাঁঝ।।
ফুল ছড়াবে গন্ধ সুবাস তোমার আংগিন ভর।
সবুজ বনের সবুজ পাতা সাজবে তোমার ঘর।
গাঁয়ের পথে মুক্ত পবন চলে বহুত দুর।
সুখের বাঁশী বাজবে সদা শুনবে তাহার সুর।।
জীবন তরী চলবে উজান ভাটার পানে নয়।
আঁধার রাতে তিমির মাঝেও হোকনা তব জয়।।
হোক না তব জীবন তবে যেমন তর ফুল।
মেঘের ভেলায় যাক না উড়ে তোমার যত ভুল।।
ভুবন মাঝে প্রীতির বাঁধন রইবে বাঁধন হীন।
বলবো আমি আজকে তোমায় শুভ জনমদিন।।