ফোটা ফোটা জল
করে টলোমল
শরতে সকাল বেলা।
মেঘ উড়ে ঐ
দূরে চলে কই
পবণ ভাসিয়ে ভেলা।।
পাখী কুহুতান
খুশী ভরা বাণ
পেখমে ময়ূর মেলা।
বনে বনে ফুল
শেফালী বকুল
ভ্রমর করিছে খেলা।।
এথা ওথা জল
ভরি ধরাতল
সবুজে সবুজ মেলা।
ক্ষুর নদী ধার
ভাঙ্গে পারাপার
দুখ করি অবহেলা।।
চাঁদ জোছনায়
ফুল আঙ্গিনায়
পরীদের চলে মেলা।
কাশ ফুলো বন
হাওয়া বহে শন
সারাটি দিবস বেলা।।