মনে পড়ে রোজ বিকেলে
ঝিলের দুটি ধার।
সারি সারি ফুল মালতী
সন্ধ্যা উপহার।।
পবন চলে পশ্চিমাতে
কুশুম দোলে দোল।
পরশ তাহার মায়ার শুধা
শিশু মায়ের কোল।।
খোশবু তাহার পবন সনে
জনম জনম মিত।
এগাঁও ওগাঁও ছড়ায় তাহা
শুনি যাহা নিত।।
মধু মাছির গুন গুনানি
মধুর করে খোঁজ।
প্রজাপতি পাখনা মেলে
উদাস উড়ে রোজ।।
গাঁয়ের মেয়ের চল চলা চল
নিতুই দুটি ধার।
ফুল কুড়িয়ে চুলের খোঁপা
তাদের অহংকার।।
রঙ্গের ভূষণ খুশীর হাসি
তারাও যেন ফুল।
অরুপ শোভায় মন মাতুয়া
ঝিলের দুটি কুল।।
ঝিলের জলে পদ্ম শালুক
উঁচু করে শীর।
ভালোবাসার বারতা চলে
ঢেউয়ের সাথে তীর।।
জনম মোরা এমন গাঁয়ে
এমনি পরিবেশ।
লিখে লিখে ক্লান্ত বধী
হয় না লিখার শেষ।।