গঙ্গা জলে করিলে স্নান যায় কি মুছে পাপ।
কুশুম সম হৃদয় তাহার করলে অনুতাপ।।
আল্লাহ তে নাই মনের রাজি
ক্বাবা গেলেই হয় কি হাজী
দুঃখ দিলে ব্যাথা মিলে কিংবা অভিশাপ।
শেষ বিচারে মন্দ ভালোর হবে সমান মাপ।।
পরের কথা আড়ল বসে নিত্য দিনে তাই।
পাপের ভাগি দিবা নিশি তাহার হিসাব নাই।।
এতীম দুখীর বস্ত্র হরণ
পেটের মাঝে অগ্নি পোষণ
লোভে যে পাপ, পাপে মরণ সত্য কথা ভাই।
দিন ফুরালে আঁধার আসে মনে রাখা চাই।।
আল্লাহ তাআল কোথায় তবে খুজিস নারে মন।
নিজের মাঝে নিজের খবর কোথায় বিন্দাবন।।
জীবের দয়া করে যে জন
আল্লাহ পাবে সত্যি সে জন
সব ধরমের একই বানী বলেন গুরুজন।
পথের কাঁটা ফেললে দুরে মুক্ত হবে মন।।