এখানে আকাশ নীল শ্যামল ধরা তল।
আঁকা বাঁকা চলে নদী বহু দূর জল।।
পাল তুলে তরী বেয়ে উদাস মাঝি।
গানে গানে কথা কয় সকাল সাঝি।।
শন শন বহে বায় গাছে গাছে ফুল।
গুন গুন ভ্রমরের কণ্ঠ আকুল।।
মাঠে মাঠে সোনা রং ফসলের হাসি।
পরাণ আকুল করে রাখালী বাঁশী।।
জলকে চলে বধূ কলসি কাঁখে।
কোকিলের কুহুতান কদম শাঁখে।।
সন্ধা প্রদীপ জ্বালে জোনাকির দল।
ঝিঝি ডাকে রাতিময় যেমনি মাদল।।
দিকে দিকে সুরা সুর জয়ের বাণী।
হৃদয় পাগল করে রুপের রাণী।।