সকাল হতে সন্ধ্যা ‘বধী সকল পানাহার।
মিথ্যা গীবত ছল চাতুরী সকল পরিহার।।
নেকী পাবে আল্লাহ রাজি রোজা হবে তার।
নইলে তবে শাস্ত্র মতে শুধুই অনাহার।।
পড়বে নামাজ জামাত ধরে অলস নহে ভাই।
আল্লাহ রাজী জাহান ধনী নাই তুলনা নাই।।
নিশি রাতে উঠবে জেগে তাহাজ্জুতে মন।
আল্লাহ তাআলা ডাক দিয়েছে পাইবে অনেক ধন।।
পড়বে কোরআন সময় করে নেকীর সাগর বয়।
করবে জমা পুকুর দিঘী সাগর হবে জয়।।
জিকির হবে আল্লাহ নামে হৃদয় হবে সাফ।
পাহাড় সমান পাপের বোঝা আল্লাহ দিবেন মাফ।।
পয়সা কড়ি বস্ত্র খানা হিসাব ছাড়া দান।
অধিক পাবে দুইজাহানে বাড়বে তবে মান।।
রোজাদারে খুলবে রোজা ইফতারিতে সাথ।
নেকী পাবে সমানতর ভরবে দ’টি হাত।।
চলার পথে পাথর কাঁটা করে পরিষ্কার।
মনের মাঝে নোংরামি সব করে বহিষ্কার।।
ভুলের তরে না হয় যেন কারো তিরস্কার।
তবেই পাবে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পুরষ্কার।
সকল কাজের নেকীর কথা হাদিস কোরআন পাই।
রোজার নেকী কেমন হবে তাহার হিসাব নাই।।
আল্লাহ তাআলা আপন হাতে করবে তাহা দান।
শেষ বিচারে অধির পাওয়া উঁচু তাহার মান।।