তুমি নাকি রুপ কুমারী রুপের সীমা নাই।
পদ্ম বিলের পদ্ম কমল হাওয়ায় দোলে তাই।।
পাখীর নাকি বন কাকলী তোমার সুরে গায়।
নীল গগনের নীলের বাহার শাড়ীর আঁচল ধায়।।

মেঘের নাকি কালি ঘাটা তোমার কেশের ছায়।
সবুজ বনের সবুজ পাতায় পবন ছুঁয়ে যায়।।
শুকনো পাতার মর্মরে সুর তোমার নূপুর পায়।
গাঁয়ের পথে রাখাল বাঁশী কণ্ঠ তোমার গায়।।

কুশুম বাগে পাপড়ি গোলাপ তোমার রুপের মিত।
বছর ধরে এমনি শুনি যুগান্তরের প্রীত।।
সব তুলনা তোমার মাঝে ভুবন সারা জয়।
আমিও বলি এমন তর শতেক বছর রয়।।