টিপ টিপা টিপ টিনের চালে
পড়ে কুয়াশ জল।
পাতায় পাতায় জলের কণা
সিক্ত ফুলের দল।।

ঝি-ঝি পোকার করুণ রোদন
রাত্রি সারা ময়।
জোনাক জ্বালে অগ্নি তাপে
আপন তারে কয়।।

বিহগ কুলে নাই কূজনি
সবাই ঘুমের কোল।
ঘরগুলি তার হাওয়ার সনে
দুলছে দোদুল দোল।।

হুতুম পেঁচার বিকট ধ্বনি
কাঁপে ধরার তল।
ক্ষেতের মাঝে শৃগাল হাকে
অনেক দলে দল।।

দুর গগনে তারার রাশি
কাহার কি বা নাম।
কেউ জানে না কোথায় নিবাস
চলছে আবিরাম।।

পবন চলে আপন মনে
কোথায় নিরুদ্দেশ।
ইষ্টি কুটুম ছাড়ি তবে
উদাসিনীর বেশ।।

নাই তো বাঁধা চলার গতি
আপন আপন পথ।
কেউবা চলে পদব্রজে
কেউবা চড়ে রথ।।