(৩)
গভীর রাতি মানিক মিয়ার নাই যে চোখে ঘুম।
সারা জনম দুখ যে সাথী করছে সদাই চুম।।
শিশু কালে একলা থুইয়া বাপ মা গেছে মারা।
ভাসছি শুধু চখের জলে হায়রে কপাল হারা।।
বুকের মাঝে হাজার স্মৃতির জোয়ার বয়ে যায়।
এই দুনিয়া দুখের মেলা সুখের পরশ নাই।।
হঠাৎ করে হৃদয় মাঝে বজ্র কঠিন সুর।
মনিই হবে আপন সাথী হবে না সে দুর।।
কাল বিহানে যাবে সেথা যতই আসুক মানা।।
বাজবে বাঁশী মনির নামে প্রেম তো ষোল আনা।।
মোড়ল বাড়ী রাত থম থম সবাই নীদের কোলে।
একলা ঘরে জাগে মনি সাগর নয়ন জলে।।
কি যে করে কোথায় বা যায় বুকে উতাল ঢেউ।
একুল ওকুল দুকুল ভাঙ্গে দেখে না তো কেউ।।
হায়রে কপাল দুখের জোয়ার প্রথম ভালোবাসা।
সাধের স্বপন এমনি রবে মিটবে না রে আশা।।
শুধুই রাখাল শুধুই ও সুর এই দুনিয়া তার।
দুঃখ ব্যাথা যতই আসুক ও সব গলার হার।।
সকাল হল আঁধার গেল উঠলো রাঙ্গা রবি।
সকাল নিয়ে গল্প গানে লিখছে কত কবি।।
কেউ লিখেছে সকাল বেলা রোদ না কত মিঠি।
দুর প্রবাসে ডাকে আসা প্রিয়ার হাতের চিঠি।
কেউ লিখেছে নতুন বধূ রক্ত রাঙ্গা বেশ।
রঙ্গে রঙ্গে ছড়িয়ে গেছে হায়রে সোনার দেশ।।
বনে বনে কিচি্র মিচির পাখীর কলতান।
খালে বিলে শাপলা শালুক হাওয়ায় দোলে প্রাণ।।
চলবে