রাগের দেশের রাজ কুমারী রাগে কেনো ভার।
কে দিয়েছে আঘাত তবে বড়ই সাহাস তার।।
রাগ করো না কন্যা তুমি রাগলে তোমার মুখ।
স্বচ্ছ যেমন আয়না খানি ভূবন মোহন সুখ।।
চোখ দু’টিতে কুশুম ফোটা রক্ত জবা ফুল।
রাগের সাথে দোলে তোমার কানের দু’টি দুল।।
আঁচল তোমার হাওয়ায় উড়ে তাহার সাথে মিত।
কে বা জানে কতক বছর চলছে তাদের প্রীত।।
রাগে দেখো রঙ জমেছে ঠোঁটে গোলাপ ফুল।
মধু মাছির আনাগোনা দংশে না দেয় হুল।।
ব্যাথায় তখন কাঁদবে জানি নেয়না কাজল সাফ।
রাগ করোনা রাগ কুমারী দোহায় করো মাফ।।