আজকে আমার পুতুল বিয়ে সবুজ শ্যামল গাঁয়।
পোরবে পু্তুল নতুন শাড়ী জুতা দিবে পায়।।
গলায় দিবে মোতির মালা কানে সোনার দুল।
চুল বাধবে পুতুল আমার খোঁপায় গুজে ফুল।।
পোরবে হাতে সোনার কাঙ্গন কপালেতে টিপ।
আঁধার ঘরে জ্বালবো আমি কেরসিনের দীপ।।
আসবে সে বর ঘোড়ায় চড়ে মাথায় দিয়ে তাজ।
দেখলে তারে মনে হবে সত্যি বরের রাজ।।
লাইন কয়েক বরের সাথী গুনে না হয় শেষ।
আয়জনে অনেক কিছু লাগবে আহা বেশ।।
গাঁয়ের লোকে আসবে ছুটে দখবে বিশাল কাজ।
ধন্য হবে নয়ন তাদের দেখবে যাহা আজ।।
বাজবে শানাই মধুর সুরে তালে তালে ঢোল।
চলবে গানা অনেক সুরে নানান গানের বোল।।
নাস্তা হবে দই চিড়াতে সাথে গুড়ের ঝোল।
লাইন বেঁধে বসবে কেহ, বসবে কেহ গোল।।
খানিক পরে মোল্লা কাজী বিয়ের আয়জন।
পুতুল আমার করবে কবুল কাঁদবে আমার মন।।
আস্তে পায়ে চলবে পুতুল যাবে পরের ঘর।
সেথায় হবে আপণ সবে আমি হব পর।।
দিনের পরে দিন তো যাবে মাসের পরে মাস।
ভাবতে কথা হৃদয় কাঁপে হায় রে সর্বনাশ।।
করি দোয়া দুহাত তুলে আমার পুতুল হায়।
সারা জনম থাকে সুখে গিয়ে নতুন গাঁয়।।