সন্ধা প্রদীপ জ্বলে নি ঘরে আঁধার হয়েছে ঘোর।
বিহগ কুলে নাই যে সাড়া, নাই বা তাদের শোর।।
ঘরের দুয়ার রহিছে এমন, খুলিবে কেহ বা নাই।
পায়ের ধ্বনি শুনেছি সাহসা, দুরে গেছে আজানায়।।
স্বপনে কেটেছে রাত সারাময়, প্রভাত আঁখিতে জল।
ক্লান্তি নেমেছে সারা দেহময়, না জানি কিসের ফল।।
আপন ভেবেছি, দেখছি যাহা, নজর ফিরেছে দুর।
শানাই যেন বেজেছে কোথা, পবণে শুনি সে সুর।।
দিনের আলো দেখি যতদূর ধুলিতে জমাট ঘোর।
ভাবিতে আপন যেখানে যাহা শুনি তার শুধু শোর।।
একা বহুদুর মরুভূমি চর, ছায়ার পিয়াসী মন।
হয়ত পাবো, হয়ত বা নয় সবুজে শীতল বন।।