যাহার লাগিয়া হৃদয়ে কাঁপন সদাই পড়ে সে মনে।
চাঁদনী রাতের স্নিগ্ধ কিরণ দেখি তাই কোণে কোণে।।
কাজল চোখের রশ্মিতে গাঁথি হাজারো কথার মালা।
তোমার কণ্ঠে সুর নিয়ে গাই শত গান শত পালা।।
তোমার দীঘল কাজলের কেশ শাউন বলেছ কথা।
ঝর ঝর ঝর ঝরেছে শাউন নাজানি কিসের ব্যাথা।।
শাড়ির আঁচল এমনি যেমন কাঁশবনে যত ফুল।
চাঁদনী রাতে দেখি অপরূপ তটনির শোভা কুল।।
গগনে মোরা জেগে থাকা চাঁদ দেখি তাহা রোজ রাতে।
সারাটা দিবস কিনিয়াছি ফুল দেবো বলে তোমা হাতে।।
সন্ধ্যায় দেখি পূবের গগনে প্রভাত বেলাতে দূর।
হাজারো নদী সাগরের জল কুল কুলে শুনি সুর।।
অনেক দূরে জানি তব ঘর আমিও অনেক দূর।
বিরহের বাঁশি সাগরের পার কানে বাজে তার সুর।।
তবুও পথের হয়নি যে শেষ কোথায় সমাধি মোর।
তিমির নিশিতে পথ চলা দূর হয় না তবুও ভোর।।