অতীত ভেবে চমকে উঠি চোখে আসে জল।
প্লাবন ধারা উজান চলে আমার ধরার তল।।
লাভের খাতায় শুন্য দেখি জীবন গতি শেষ।
হৃদয় মাঝে স্রোতের ধারা দুখ যাতনা ক্লেশ।।
ছিল যারা আপন সাথী তারাও গেছে দুর।
পাবো কি আর তাদের দেখা, বিরহেরি সুর।।
কিসের তরে দুখের তুফান ভাবছি তাহা রোজ।।
কোথায় হবে সুখের ছোঁয়া পাবো কি তার খোজ।
সকাল দুপুর সন্ধ্যা গেছে রাতের আগমন।
আঁধার কালির ঘনঘটা আমার হৃদয় বন।।
স্বপ্ন দেখার স্বপনগুলি বিদায় অনেক দুর।
মেঘ ঢাকা শতেক তারা, শুনি রোদন সুর।।