কিচির মিচির পাখীর কূজন
প্রভাত বেলার ডাক।
সারা গাঁয়ে লোক জেগেছে
মাঠে যাওয়ার হাঁক।।
তন্দ্রা চোখে কৃষাণ ছেলে
ক্ষেতের আহ্বান।
পশ্চিমাতে মেঘের ছানা
বর্ষা নামার গান।।
কৃষাণ বধূর নানা কাজে
ব্যাস্থ সময় কম।
কাজের হিসাব ভেবে আবার
হারায় তাহার দম।।
পাতায় বাজে সুর সুরেলা
পবন চলে দুর।
এই জেগেছে দোয়েল পাখী
গানে মধুর সুর।।
ফুল বাগানে ফুলের কলি
জাগার আয়োজন।
পবন সনে ভাব মিতালী
নাচে তাহার মন।।
কতক আবার বয়স ভারি
নত তাদের শীর।
প্রভাত বেলার মিষ্টি হাওয়া
লাগে যেন তীর।।
পূবের গগন রং লেগেছে
নব বধূর সাজ।
ঘোমটা তাহার উঠি উঠি
আবার যেন লাজ।।
কেউ বা নতুন কেউ পুরানা
আসা যাওয়ার রীত।
তাহার মাঝেই রয় যোগাযোগ
ভালোবাসা প্রীত।।