চলিলেন মূসা বাড়ীর পথে সাথে তাঁর পরিবার।
সুর্য ডুবেছে সেই যে কখন পথে ঘোর আঁধিয়ার।।
চলিতে চলিতে পর্বতে তূর দেখা পান ক্ষীণ আলো।
ভাবিলেন তিনি জরুর পাবে খবর সেখানে ভালো।।
কহিলেন তিনি পরিবারে তাঁর এখানে বসিয়া রবে।
চলিলাম সেথা আনিবারে আগ, আগুন পোহাবে তবে।।
পৌছাতেই মূসা শুনিলে আওয়াজ হঠাৎ গাছের থেকে।
আল্লাহ আমিই, মালিকে জাহান, কহিলেন তাই হেঁকে।।
আরও কহিলেন হাতের লাঠি জমিনে ফেলাও তাই।
ফেলিতেই তারে সাপের আকারে ভাগিতে দেখিতে পায়।।
ভয় পেয়ে মূসা পালালেন তবে দেখে নাই পিছু ফিরে।
কহিলেন আবার সামনে এসো শ্বান্তি রয়েছে ঘিরে।।
আরও কহিলেন হস্ত তোমার বগলে চাপিয়া রাখো।
দেখিবে তাহা রশ্মি কিরণ যতই তাহারে ঢাকো।।
হস্ত তোমার বুকের মাঝেতে রখিলে দেখিবে ভয়।
দুর হয়ে গেছে সকল নিশানি হয়নি কিছুতে ক্ষয়।।
আল্লাহ কহেন রাসুল তুমি দুইটি নিশানি তার।
শীগ্র যাবে করিতে জাহের ফেরাউনে দরবার।।
বিপথে সকল পরিষদে লোক না মানে আল্লাহ এক।
সাজার পরও কাটিবে সাজা বান্দা না হয় নেক।।