ফুল তুলিতে কাঁটার আঘাত ভয়ের কারণ হয়।
চলতি পথে মরুর দেশে জীবন চলার নয়।।
রাতের আধার তাঁরার আলো কিসের জানি ভয়।
সাগর বুকে ঢেউ এর খেলা কেমনে হবে জয়।।
চাঁদের দেশে হবে নিবাস মনের থাকে জোর।
পূবাল দেশে শক্ত কদম আসবে জানি ভোর।।
চোখের কোণে আলোর দিশা শাহীন উড়ার দেশ।
তুফান যেমন চলার গতি যুদ্ধে সেনার বেশ।।
মধুর মাছি ফুলের মাঝে যেমন মধুর খোজ।
সাগর তলে মুক্তা মাণিক দেখবে তাহা রোজ।।
মেঘের ভেলায় তেপান্তরে পাহাড় পূরির দেশে।
ঝর্না ধারা ভূবণ তলে সাগর বুকে শেষ।।
চলায় যদি চিতার গতি পথের সীমা শেষ।
হাতের মুঠোয় সারা জমীন সকল মহাদেশ।।
মনের বল ও নেক নিয়াতী সকল জয়ের জয়।
মরার পরও না হয় মরণ, হয় না কিছুর ক্ষয়।।