সত্য বলিতে ভয় কি জানো, তোমার কাজল চোখ।
বর্ষার জল করিবে প্লাবণ দেখিবে তাহা যে লোক।।
কালবৈশাখীর কালি ঘাটা রুপ তোমার চেহারা ময়।
বহিবে তুফান ঝড়ো হাওয়া দুর মনে জাগে সংশয়।।
ফুলের কলিরা জাগিবে না তাই আহা নিদারুন দুখ।
পরীর মেয়ের অভিমানী মন লুকিয়ে রাখিবে মুখ।।
চাঁদের জোসনা আঙ্গিনায় মোর কৃষ্ণ কালের ছায়।
জোনাকির দল কাঁদিয়া ফিরিবে মনে দুখ বেদনায়।।
রাখাল বাঁশীর বিরহিণী তান ছেড়ে যাবে জানি দুর।।
একতারা আর বাজিবেনা সেই বাউল বাবার সুর।।
প্রশ্নের পরে প্রশ্ন উঠিবে জবাব দীহির ভয়।
পলক বিহীন নয়ন আমার তুমি তো কবিতাময়।।