কোথায় তোমার জন্ম তবে কোথায় তোমার ঘর।
বেড়াও ঘুরে হাওয়ার সনে দূরে তেপান্তর।।
ক্লান্তি তোমার হয়না কভু চলায় তোমার কাজ।
দাড়াও তবে ক্ষনের তরে বলবে কথা আজ।।
লোকে বলে জন্ম তোমার সাগর বুকে জল।
দুগ্ধ ধবল, কাজল কালো বর্ষা ধরার তল।।
অঘর ঘুমে গাছের শিশু সবাই মাটির তল।
তোমায় দেখে ছন্দ সুরে জাগায় দেহের বল।।
বর্ষা রুপে শাউন ধারা ঝর্না চলা দুর।
রিমঝিমিয়ে টিনের চালে জল তরঙ্গী সুর।।
বিজলী চমক তোমার মাঝে ভয়ংকরী রুপ।
গর্জে কঠিন শব্দে আবার এইতো দেখি চুপ।।
মায়ার ভরা মনটা তোমার ঘুরো সারা দেশ।
দেখবে বলে দুখ যাতনা কোথায় বা কার ক্লেশ।।
দরদ ভরা নয়ন তোমার ফোটায় ফোটায় জল।
ফুলে ফুলে রঙ্গের বাহার অরুপ ধরার তল।।