দিনের শেষে ঘরে ফেরা সেকি মায়ার টান।
পশু পাখী কিংবা মানব সবার একই শান।।
বিহগ উড়ে কিচির মিচির, হাম্বা গরুর ডাক।
সাঁঝ হয়েছে নামবে আঁধার মানব কুলের হাক।।
দুরে নদী খেয়ার সারি বাদাম উড়ে তার।
আগে পিছে সারি সারি কেউ মানে না হার।।
পবন চলে দখিন পানে গগণ তলে ছায়।
কিনার আসে ঢেউয়ের সারি ময়ূরপঙ্খী নায়।।
লোক গমাগম হাট বাজারে কেনা কাটার শেষ।
আলু বেগুন ইলিশ কত কিনছে লোকে বেশ।।
হাসনাহেনা ফুলের সুবাস মিঠি মিঠি বায়।
ফুলপরীদের ঘুমের আবেশ সেকি পরশ তাই।।
আপন জনের ভালোবাসা এইতো ঘরের টান।
যুগে যুগে চলছে তাহা আল্লাহ তাআলার শান।।
গ্রহ তারা সূর্য্য চাঁদে আপন পানে ধায়।
চলছে যেমন চলবে তেমন তাহার সীমা নাই।।