কি জানি সে আসবে কখন অপেক্ষাতে দিন।
ঠোঁটের পলিশ ম্লান হয়েছে হবে তা বিলীন।।
তখন তুমি ভাববে আমায় কিসের আমার রুপ।
মুর্তি যেমন কাঠ পাথরে জনম জনম চুপ।।
দুষ্টু হাওয়ার দুষ্টামিতে আমার মাথার কেশ।
আউল বাউল দেখছো কেমন যেমন পাগল বেশ।।
ভাববে আমায় পাগল আমি, মাথাটা নাই ঠিক।
সবই জানি পূব পশ্চীমে কোনখানে কোন দিক।।
তবুও যদি না আসো তাই ভাববে এবার শেষ।
নতুন করে স্বপ্ন দেখার গড়বো নতুন দেশ।।
সেই দেশেতে নানান পাখী হবে নানান ফুল।
বেছে নিতে মানুষ প্রিয়া হবে না তো ভুল।।