ম্যাড বলি বা ব্যাড বলি সবাই দেখি ম্যাড।
আব্বা বাবা হারিয়ে এখন হয়ে গেছে ড্যাড।।
ভুলের তরে দুঃখিত নয় বলছি সবাই সরি।
তাড়াতাড়ির বদলে এখন হয়ে গেছে হারী।।
মেয়ের মাথায় ছোট ছোট ছেলের লম্বা চুল।
ছেলেরা নয়, মেয়েরা দেয় ছেলের হাতে ফুল।।
টাকনা উপর মেয়ের কাপড় ছেলের নিচে চলে।
আসে না তো ইংলিশ তবু হ্যালো হ্যালো বলে।।
রাখে দাড়ি ছোট ছোট হায়রে কলির কাল।
মেয়ের মুখে সুরকি স্নো দেখবে কি তার হাল।।
হাইহিল পায়ে খাটো মেয়ে লম্বা হবে তাই।
পাংকু সাজে কালো ছেলে দেখলে পরাণ যায়।।
নিজের বাবায় বাপ বলেনা শ্বশুর আব্বাজান।
বৃদ্ধা মা আজ বৃদ্ধাশ্রামে দেখো প্রতিদান।।
কি আর বলি কাদের কথা আমরা তাদের সাথী।
দিনের বেলায় চোখ খোলে না জেগে কাটায় রাতি।।