বিলের জলে বাঁধ বাধিয়া মাছ ধরিবার দিন।
স্মৃতির পাতায় লিখা তবে হয়ে গেছে ক্ষীণ।।
ছুটির দিনে সকাল থেকে চলতো এমন শোর।
মেঘের ঘাটা আসতো কভু যেন সাঁঝের ঘোর।।
এমন করে চলতো খেলা মাছ ধরিবার নাম।
কেউ করিত বাঁধের যতন কেউবা পানির কাম।।
ঘণ্টা পরে ঘণ্টা যেত হয়নি পানি শেষ।
চলতো তবু শোর শরাবা লাগতো আহা বেশ।।
টেংরা পুঁটি কই মাগুরে এধার ওধার ভাগ।
মনে পড়ে অনেক সময় হয়রানিতে রাগ।।
ওসব ছিল সখের নেশা কাদা মাটি গায়।
স্মৃতি এখন শুধুই স্মৃতি কোথায় তারে পায়।।
সবার শেষে মাছ ভাগা ভাগ গামছা বেঁধে ঘর।
মায়ের মুখে সেই বকুনি ছিলো চিরন্তর।।
আর শুনি না বারণ শাসন হারিয়ে গেছে দূর।
হৃদয় মাঝে গুমরে কাঁদে শুনি ব্যাথার সুর।।