শোন শোন ফুল বধুয়া
এই মধু রাত এই বাড়ী।
লাগবে ভালো দেখতে তোমায়
কৃষ্ণচূড়া লাল শাড়ী।।
এসো বাহির মন মহুয়া
কৃষ্ণচূড়ার এই তলে।
দেখবো তবে মন ভরিয়া
কৃষ্ণচুড়ার নাম ছলে।।
আজকে দেখো নীল গগনে
মুক্ত মেঘ আর বৃষ্টিতে।
কৃষ্ণচূড়া লাল শাড়ীটা
প্রেম মোহিনীর দৃষ্টিতে।।
দেখবে হেথা জোসনা ছায়ার
ভালোবাসা এই পাওয়া।
প্রেমের মাঝে সুর লেহরী
ছন্দ তালে গান গাওয়া।।
ওই গগনের ওই কিনারে
লালমোতি মেঘ তার খেলা।
এসো না এই দেখবে তবে
প্রভাত এলো ভোর বেলা।।
জানি না এই আকাশটা আজ
এতো শোভা এই আলো।
বুঝেছি ওই লাল শাড়ীটা
লেগেছে খুব তাই ভালো।।
পূণম নিশীর চাঁদ জোসনা
ধবধবে সব ঘরগুলি।
কে এঁকেছে কোন ভেবেছে
এমন সখের রংতুলি।।
কসম তবে বলছি শোন
কৃষ্ণচূড়ার লাল শাড়ী।
দিলরুবা এই নিরুপমা
হাজার রুপের ফুলঝড়ী।।